“মাহে রমজান ”
মোঃ জসীম উদ্দিন চৌধুরী
স্বাগত হে পবিত্র মাহে রমজান,
রহমত,মাগফিরাত, নাযাত এর বাতা′ নিয়ে,
মাহে রমজান ।
পবিত্র কোরআন নাযিলের মাস,
মাহে রমজান।
জান্নাত লাখ মাধ্যম,
মাহে রমজান ।
দোয়া কবুলের মাস,
মাহে রমজান ।
ক্ষমা লাভের মাস,
মাহে রমজান ।
জান্নাতের দরজা খোলা ও জাহান্নামের দরজাগুলো বন্ধের মাস,
মাহে রমজান ।
রহমতের সকল দরজা খুলে দেওয়ার মাস,
মাহে রমজান ।
প্রতি রাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস,
মাহে রমজান ।
নেক আমলের প্রতিদান বহুগুন বৃদ্ধি হয়,
মাহে রমজান ।
শয়তানদের বন্ধি রাখার মাস,
মাহে রমজান ।
শব কদরের রাত হাজার মাস থেকে উত্তম,
মাহে রমজান ।
Leave a Reply