“কাবা শরীফ”
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
মানব জাতির প্রথম ঘর দুনিয়ায় মাওলার
মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র ইবাদতে বান্দার।
মানব জাতির কল্যাণে কাবা মক্কায় অবস্থিত
অসংখ্য ফিরিশ্তা আছে- সেথায় নিয়োজিত।
সামনে রেখে কিবলা কাবা নামাজ পড়ে সবে
পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার- কবুল করে রবে।
সামর্থ্যবান মুসলমানগণ আসে কাবা ঘরে
হজ্জ পালনে হাজীগণ কাবা তাওয়াফ করে।
তাওয়াফে গুণাহ্গার বান্দা উপস্থিত হয় যখন
দুগ্ধজাত শিশুর মত সে- পবিত্র হয় তখন।
আদম (আঃ) তৈরী করেছিল সেই কাবা ঘর
তামাম পৃথিবীর কেন্দ্রবিন্দু ভূ-তক্বের উপর।
এই ঘর মেরামত দুনিয়ায় অনেক বার হয়
ইব্রাহিম ও ইসমাইল তা করে আলোকময়।
ফিরিশ্তারা তাওয়াফ করে সেই বায়তুল মামুর
যে ঘর অবস্থিত আছে- সোজা কাবার উপর।
মুক্তির দিশারী কাবা- আল্লাহর নিরাপদ ঘর
আশীষপ্রাপ্ত হয় সবে-গুণাহ্ মাফ হয় বান্দার।
[বি: দ্র: নবীদের নামের পরে (আঃ) পাঠ করতে হবে।]
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply