1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অবসরপ্রাপ্ত নৌবাহিনী কল্যাণ সংস্থা,চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন বৃহত্তর চরতী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় ফকির পাড়ায় ১২০ পরিবারের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ বাইশারীতে শ্রমিক সংগঠন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত  বোয়ালখালীতে বিএনপির দোয়া মাহফিল: মোস্তাক আহমদ খানের দলীয় কর্মসূচি সফলের আহ্বান মন্ট্রিয়লে “বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক কানাডা”র ইফতার মাহফিল সম্পন্ন ঈদগাঁও সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতীয় সংঘের মহাসচিব। নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গণতন্ত্রের নামে চলছে দেশে স্বৈরতন্ত্রের শাসন; গরীব অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ কালে ডা.শাহাদাত হোসেন।

  • সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৬ পঠিত

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, গণতন্ত্রের নামে চলছে দেশে স্বৈরতন্ত্রের শাসন।গত ১২ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই সরকার একদলীয়ভাবে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই সরকারের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। একদলীয়ভাবে দেশ শাসন করছে। জনগণকে ভোট সেন্টারে যেতে দেওয়া হয় না। দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশের সাংবাদিক ভাইদের টুঁটি চেপে ধরেছে সরকার। পত্রিকায় লিখতে পারছে না। সাগর-রুনির হত্যার ১০ বছর অতিবাহিত হচ্ছে আগামী ১১ ই ফেব্রুয়ারি।কিন্তু আজ পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি নেই। এখনো হত্যাকারীদের কোন বিচার হয়নি। আওয়ামীলীগ লুটপাটের রাজনীতি করছে। সর্বত্র চলছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি-দুঃশাসন।

তিনি আজ, শুক্রবার ৪ ফেব্রুয়ারি, বিকালে ১৭ নং পশ্চিম বাকলিয়া খালপাড় সংলগ্ন মাঠে ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গরীব, অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে চাঁদাবাজির কারণে আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী। জনগণের নাগালের বাহিরে চলে গেছে। সরকারের বাজার মনিটরিং বলতে কিছু নেই। কোন কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই। চালের দাম, তেলের দাম হু হু করে বাড়ছে। তেল ও গ্যাসের চরম মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশে চলছে এক দলীয় শাসন। গণতন্ত্রের নামে চলছে মাফিয়ার শাসন। এই সরকারের অধীনে কোন ভোট নেই, জনগণের অধিকার নেই, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সংবাদপত্রের স্বাধীনতা নেই। এই ভাবে চলছে স্বাধীন বাংলাদেশ।
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, এই সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল। কিন্তু কি দিয়েছে? দিয়েছে ঘরে ঘরে মামলা, গুম ও খুন। জনগণের কোন অধিকার নেই। বিদ্যুতের দাম প্রতিদিন বাড়ছে। পানির দাম বাড়ছে। কমছে শুধু মানুষের দাম।

বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ওয়ার্ড যুবদল নেতা শফিউল বশর সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ,১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেকেন্দার, সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ খোরশেদ, আরিফুল ইসলাম ডিউক,নগর যুবদলের সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম,নগর যুবদল নেতা কামাল উদ্দিন, আসাদুর রহমান টিপু, জিয়াউল হক মিন্টু,মোহাম্মদ সালাউদ্দিন, শেখ কামাল আলম, মোঃ আলাউদ্দিন, চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিম, সাব্বির ইসলাম ফারুক, কোতয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মুসা, কোতোয়ালি থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল জলিল, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ সোহেল, যুবদল নেতা বাবুল, মোঃ রিদওয়ান, মোঃ রায়হান, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জাহিদ, মোঃ ফরিদ, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ইউনুস, মোঃ রহিম মিনু,মোঃ মামুন,,মোঃ রাসেল, ফারুক, টিপু প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট