নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ।
রবিবার ২৬ মার্চ রাতে আগামী ১বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে নুরুল মোস্তাফা নুরশেদকে সভাপতি ও রবিউল আউয়ালকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল ও সাধারণ সম্পাদক মো:আকিত হোসেন সজীবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন অমিত দাস ও রাকিবুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে দায়িত্ব পাওয়ার পর থেকে নানা স্তরের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিয়ম করতে দেখাগেছে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদের।
কমিটির সভাপতি নুরুল মোস্তাফা নুরশেদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সভাপতি নুরশেদ ও সম্পাদক রবিউল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে পথ চলবো ও কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগকে একটি মডেল ছাত্রলীগে রূপান্তরিত করব।
এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রলীগ সর্বদা মাঠে প্রস্তুত থাকবে।
Leave a Reply