ফিজিও তহিদ রাসেলঃ
মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের “চেতনার দ্রোহে বহমান স্বাধীনতা “শীর্ষক আবৃত্তি ও কথামালা অনুষ্ঠান (৫ মার্চ,শনিবার) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়।এতে অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ,ডাঃ বিদ্যুৎ বড়ুয়া,প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন গোলাম মোহাম্মদ সরওয়ার মানিক, সম্মিলিত আবৃত্তি জোট,চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, এমউবি,৯২ব্যাচ, প্রযুক্তি ও প্রজন্ম ফাউন্ডেশনের সভাপতি আলম নূর,সাবেক কাউন্সিলর রেহেনা বেগম রানু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মোহাম্মদ মছরুর হোসেন।
আবৃত্তিশিল্পী আশিক আরেফিন ও সোমা মুৎসুদ্দীর যৌথ সঞ্চালনায় এতে আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, ফারুক তাহের,মুজাহিদুল ইসলাম ,মোঃসেলিম ভুঁইয়া,শুভাশিস শুভ, লুবাবা ফেরদৌসী সায়কা,সজীব তনচঙ্গা,শেখ ফাইরুজ নওয়াল দুর্দনা, ,সুপ্রিয়া চৌধুরী ও অনির্বাণ চৌধুরী জিকু আবৃত্তি পরিবেশন করেন।
দ্বৈত আবৃত্তি করেন জেসিকা আহমেদ ও শারমিন সুলতানা, নাজিফা তাজনুর ও মোহাম্মদ হামিদ।এছাড়াও বৃন্দ আবৃত্তিতে অংশগ্রহণ করে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের মোহাম্মদ মছরুর হোসেন,
এসএম সোলায়মান সবুজ,আশিক আরেফিন,নাছরিন তমা,বিবি ফাতেমা,
জাওইদ আলী চৌধুরী,হামিদা খাতুন পান্না,হিজবুল্লা আল হাদী,
সোমা মুৎসুদ্দী, আফিয়া আনজুমান বৃষ্টি, মোহাম্মদ আব্দুর রউফ,বিবি ফাতেমা আক্তার,নাবিলা আক্তার ইস্পা,ইসরাত জাহান,আতিকুর রহমান,আয়াজ সানি,আবদুল আওয়াল মুন্না,রিয়াজ উদ্দিন,রেদোয়ান রিদয়, জান্নাতুল মাওয়া আনিশা এবং বাঁশিতে বাপ্পিরাজ।অনুষ্ঠানে, বক্তারা বলেন,চেতনার বোধ কে শাণিত করলে মানুষের জানার ও বোঝার আগ্রহ বাড়ে।বঙ্গবন্ধুর ডাকে যে স্বাধীনতা এসেছিলো,তার সম্মান রক্ষা করতে হবে।কোন অপশক্তিকে প্রশ্রয় দেয়া যাবে না।আবৃত্তির মাধ্যমে স্বাধীনতার পঙক্তিমালা নিজস্ব বোধকে শাণিত করে।এটি মানুষের মনন বিকাশে সহায়তা করে।
Leave a Reply