প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় এশিয়াবিখ্যাত মহান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় জেমস্ ফিনলে বাংলাদেশ লিঃ এর সম্মানিত পরিচালক, রয়েল ক্যাপিটেল এর চেয়ারম্যান ও আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম ফাইন্যান্স উপদেস্টা জনাব আলহাজ্ব আহমেদ কামরুল ইসলাম চৌধুরী (ওবিই) এর উদ্যোগে (জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, ষোলশহর, চট্টগ্রাম, মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল, হালিশহর, চট্টগ্রাম, মাদরাসা-এ তৈয়্যবিয়া অদূদিয়া সুন্নিয়া, চন্দ্রঘোনা ও মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা, কক্সবাজার) এ অধ্যয়নরত ২৭৯ জন হিফয শিক্ষার্থীকে পবিত্র কুরআন কারীম বিতরণ অনুষ্ঠান অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের সভাপতিত্বে মাদরাসার অধ্যক্ষ অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, চট্টগ্রাম এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম এর সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব মোহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ মহসিন বলেন ফিনলে বাংলাদেশ লিঃ ও রয়েল ক্যাপিটেল চেয়ারম্যানের এ উদ্যোগে পবিত্র কুরআনীল কারিম বিতরণ হিফয বিভাগে অধ্যয়নরত শিক্ষাদের পড়ালেখায় আরো অধিক উৎসাহ দেবে। তিনি তাঁর এ কুরআনীল কারিম বিতরণ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরো অধিকতর সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতি অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান বলেন জনাব আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাহেবের এ উদ্যোগ একটি মহতি উদ্যোগ। আমি তাঁর এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস আল্লামা হাফেয মুহাম্মদ আশরাফুজ্জমান আলক্বাদেরী, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহাদত হোসাইন, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমূখ।
পরিশেষে মহান আল্লাহর দরবারে সভায় উপস্থিত সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং বর্তমান মহামারী কোভিট- ১৯ হতে সকলের হেফাজত কামনা করে মুনাজাত করেন অধ্যক্ষ আল্লামা মুফতী সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply