আবু ইউসুফ মামুনঃ
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক সাদিয়া ইসলাম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
শনিবার (২৪ জুলাই) চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটের মাধ্যমে তাৎক্ষণিক নমুনা পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
অপরদিকে গত ২২ জুলাই (বৃহস্পতিবার) থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকারের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ইউএনও এবং ওসি স্বাস্থ্য কর্মকর্তার তত্বাবধানে হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
Leave a Reply