দীর্ঘ সময়কাল ধরে যখন ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি করেছি
কিছুটা জানার বুঝার এবং অভিজ্ঞতা সঞ্চয় করার সক্ষমতা হয়েছে।
অতএব অনুভূতি এবং আবেগের আদর্শীক দল আওয়ামীলীগের শিখড়ে প্রবেশ করাই হচ্ছে সত্যিকারের একজন রাজনীতিবিদের সফলতা।
সংগঠনকে শক্তিশালী করার জায়গায় পাশে থেকে যারা নির্শ্বাথভাবে কাজ করে চলেছেন তারাই দলের হৃদপিন্ডে বেঁচে থাকবে।
লোক দেখানো ভাসমান পলিটিক্স কিছুক্ষণ হয়তো আনন্দ দিবে তা কিন্তুু ক্ষণস্থায়ী। যারা দলের জন্য নিবেদিত ছিলেন নির্শ্বাথ জনগনের কল্যানে সাক্ষরতা রেখেছেন তারা বহুকাল ধরে বেঁচে আছেন এবং থাকবেন।
রাজনীতি নিজের জন্য নই, রাজনীতি দেশ এবং মানুষের কল্যানে। রাজনীতিকে যারা বিক্রী করেছেন এবং কুলষিত করেছেন তারা নিজেকে একজন দেশদ্রোহী, স্বার্থপর ও বিবেকহীন প্রাণী হিসাবে যুগ যুগ ধরে মানুষের কাছে স্পষ্ট।
সুতারং সত্যিকারের জাতিরপিতার আদর্শীক কর্মী হয়ে জনগনের প্রকৃত সেবা করার জায়গায়টিতে নিজেকে তৈরী করতে পারলে এটায় হবে রাজনীতি জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা।
কবির ভাষায়, এমনো জীবন তুমি করিবে গঠন
মরনে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
লেখকঃ
সভাপতি
পটিয়া পৌরসভা আওয়ামী যুবলীগ
Leave a Reply