জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আজ বিকেলে জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি-জেনারেল ও বাংলাদেশ সরকারের শীর্ষ আইন কর্মকর্তা এডভোকেট মোঃ আবুল হাশেম।সভাপতিত্ব করেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্য্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কার্য্য নির্বাহী সংসদের বন ও পরিবেশ সম্পাদক বিদর্শন বড়ুয়া।
অনুষ্ঠান সন্চালনা করেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি এম নুরুল হুদা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পরিষদের চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, পরিষদের চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি জসিমুল আনোয়ার খাঁন,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান সুমন,সহ-সভাপতি সালমা বেগম ও উপদেষ্টা শহীদুল ইসলাম দুলদুল প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও থানা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply