পলাশ সেন, মহানগর প্রতিনিধিঃ
ভারী বর্ষনে তলিয়ে গেছে চট্টগ্রাম বেশ কিছু গুরুত্ব পূর্ন সড়ক। আকাশে সূর্যের দেখা নাই আজ ৩ দিন। কালো মেঘে আছন্ন পুরো আকাশ। থেমে থেমে বজ্র বৃষ্টি ঝুম রাতভর যা এখনো অব্যাহত আছে। বৃষ্টিতে দেশের তাপমাত্রাও কমেছে। এইদিকে গত কয়েক দিনের বর্ষনে ইতি মধ্যে চট্টগ্রাম শহর পানির নিচে তলিয়ে গেছে। এলাকায় কাদা মাটি আর পানি মিলে সৃষ্টি হয়ে বাড়ছে পথচারিদের ভোগান্তি।
Leave a Reply