প্রেস বিজ্ঞপ্তিঃ
নতুনতারা অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় কমিটির এক জরুরি সাংগঠনিক সভা কেন্দ্রীয় চেয়ারম্যান রুহুল আমিন চৌধুরী এর সভাপতিত্বে শুরু হয় গত ৫ আগস্ট, বৃহস্পতিবার, রাত ৮ টা থেকে রাত ১০.৪৫ মিনিট পর্যন্ত জুম এপের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এম এ ছালেহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ সাদিয়ার রহমান, সৈয়দা উলফাত, মোঃ মনিরুজ্জামান গাজী। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম তালুকদার আকাশ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সচিব ফকির হুসাইন, কেন্দ্রীয় যোগাযোগ সচিব গোলাম মোস্তফা সিদ্দিকী, কেন্দ্রীয় দপ্তর সচিব শেখ শাদী উজ্জ্বল, কেন্দ্রীয় সাহিত্য সচিব মোহাম্মদ শফিউল আলম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সচিব নূর গণি ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সরোজিৎ কুমার মন্ডল, কেন্দ্রীয় প্রধান মুখপাত্র মোঃ জোবায়েরুল ইসলাম জীবন। পুরো সভাটি পরিচালনা করেন নতুনতারা অনলাইন গ্রুপ এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। সভায় সাংগঠনিক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
Leave a Reply