পলাশ সেন,মহানগর প্রতিনিধি:
রাউজান উপজেলার পশ্চিম ডাবুয়া শীল বাড়ি নিবাসী মিন্টু শীল ও মৃত নমিতা শীল এর দুই কন্যা নিঝুম শীল(১৬) ও ঋতিকা শীল(০৮) গতকাল ১০.০০ ঘটিকায় ডাবুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এরপর থেকে এখন পর্যন্ত অনেক খোঁজ নেওয়ার পরও কোন সন্ধান পাওয়া যায় নি। কেউ এদের দু-জনের সন্ধান পেলে এই নাম্বারে (01836423314) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ রইল।
Leave a Reply