কৃষি উদ্দোক্তা মজিবর রহমান সম্পাদিত ” মাছ চাষে সম্ভাবনা, প্রসঙ্গ মনোসেক্স তেলাপিয়া ” বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল বিকাল ৫ টায় পটিয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আহবায়ক আবদুল্লাহ ফারুক রবির সঞ্চালনায় ও সংগীতশিল্পী প্রমোদ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব। তিনি বলেন, মজিবর রহমান একজন কৃষি উদ্দোক্তা হলেও অন্য সবার চেয়ে ব্যতিক্রম। মাছ চাষে কৃষকদের সহযোগিতা করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার জন্য তার বইটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। সেই সাথে তেলাপিয়া মাছ চাষ ও উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠক বিশ্বজিৎ দাশ। পরে বইটি নিয়ে আলোচনায় অংশ নেন দৈনিক প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন, ইউনিয়ন ব্যাংক লিঃ পটিয়া শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম, বাসদ নেতা অলক দাশ, ব্যাংকার সুমিত দাশ, ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধা সাজু বড়ুয়া, সংগীতশিল্পী অপু চন্দ্র দে, চিত্রশিল্পী হামেদ হাসান, কোয়ান্টাম ফাউন্ডেশন পটিয়া সেলের পরিচালক তাহমিনা আকতার ও পল্লবী বড়ুয়া। পরে বইটির লেখক তাঁর অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, বইটি পড়ে যদি একজনও মাছ চাষে অনুপ্রাণিত হয় তাহলে আমি সার্থক। সেই সাথে তিনি মাছ চাষিদের সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহবান জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply