দক্ষিণ আশিয়া পশ্চিম বাথুয়া ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ৩য় বারের মত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্টিত হয়। আয়েজক কমটির সভাপতি এহসানের সভাপতিত্তে উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ বেলাল উদ্দিন এল,এল,বি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগর সভাপতি জনাব আলমগীর চৌধুরি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরি মাহফুজুল আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উইনিয়ান যুবলীগের সহ-সভাপতি ও 5 ওয়াটার মেম্বার হাফেজ জমির উদ্দিন, যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক ইফতেখার ইসলাম অপু, যুবলীগের সহ-সম্পাদক আতিকুর রহমান অপু, ছাত্রলীগ নেতা এনাম,এহসান,তওহিদ।
উক্ত খেলায় প্রতিদন্দি করেন হাইদগাও জুনিয়র একাদশ বনাম আশিয়া আলোকিত ফুটবল একাড়িমি, এতে আশিয়া আলোকিত ফুটবল একাড়িমি ১-০ গোলে বিজয় লাভ করে। এতে প্রধান অতিথি বলেন আলোকিত দেশ গড়তে মাদকমুক্ত সমাজ গড়তে খেলার কোন বিকল্প নেই।
Leave a Reply