আবদুল মামুন ফারুকী:
কক্সবাজারের পেকুয়ায় পেকুয়া সাংবাদিক সমিতি-পেসাসের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টা হতে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী রেঞ্জ কার্যালয়ের পাশে গর্জন বাগানস্থ মাঠে কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান, পুরস্কার ক্রেস্ট বিতরণসহ নানাকর্মসূচির মাধ্যমে পেসাসের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়।
এসময় পেকুয়া সাংবাদিক সমিতি পেসাসের সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাশেদের সঞ্চালনায়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহাবুবুল করিম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক, পেকুয়া সাংবাদিক সমিতির উপদেষ্টা সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, সাংবাদিক ফারুক, পেকুয়া সাংবাদিক সমিতির সংগঠনিক সম্পাদক এইচ.এম শহিদ।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী রবিউল করিম রবি, দৈনিক কালবেলার পেকুয়া প্রতিনিধি সাংবাদিক জুবায়েদ, পেকুয়া সাংবাদিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম,দপ্তর সম্পাদক আনছার উদ্দীন, অর্থ সম্পাদক আবদুল মামুন ফারুকী, সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক গোলাম রহমান, সাংবাদিক রাশেদী, এইচ এম ফাহিমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরতরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আগত অতিথি ও সদস্যদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
Leave a Reply