বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি দেশের প্রবীণ কবি, সাংবাদিক ও সাহিত্যিক শ্রদ্ধে অরুণ দাশগুপ্ত আজ বেলা ১২ টার সময় পটিয়ার ধলঘাটস্থ নিজ বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে তার মৃত্যুতে গভীর
শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক অাসিফ ইকবালসহ নেতৃবৃন্দ। এক শোকবিবৃতিতে নেতৃবৃন্দরা প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন। নেতৃবৃন্দরা বলেন জাতি এক কৃতীমান সাংবাদিক ও সাহিত্যিককে হারালো।।যার শুণ্যতা কখনো পুর্ণ হওয়ার নয়।
Leave a Reply