চিরকুমার থাকার পণ ভেঙে ৭০ বছর বয়সে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শওকত আলী। তিনি বাগেরহাট সরকারি কলেজের শিক্ষক ছিলেন। কনে মোংলা উপজেলার শাহিদা আক্তার নাজু (৩৫)।
বিশ্বাস আর আস্থা থাকলে বয়স কোনো ব্যপার না; এটাই প্রমাণ করলেন বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের ৭০ বছর বয়সী হাওলাদার শওকত আলী। কুমার জীবনের অবসান ঘটিয়ে ৩৫ বছরের শাহেদা বেগম নাজুকে বিয়ে করেছেন তিনি। নাজু মোংলার মিঠাখালি ইউনিয়নের আবু জাফর চৌধুরীর মেয়ে। তার আগে একটি বিয়ে হয়েছিল। সেই স্বামী মারা গেছেন। নাজুর একটি কন্যা সন্তান আছে। শনিবার (১৮ মার্চ) ১০ লাখ টাকা দেনমহর ও নগদ পাঁচ লাখ টাকা উসুলে শওকত আলী ও শাহেদা বেগম নাজুর বিয়ে হয়।
Leave a Reply