“বদরের যুদ্ধ”
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধ সেই সতরই রমজান
অঙ্গীকার করেছিল সাহাবাগণ জীবন দিতে কুরবান।
মদিনা থেকে আশি মাইল দূরে বদর নামক গ্রাম
সেথায় করেছিল সাহাবাগণ ইসলামের সংগ্রাম।
যুদ্ধের পূর্ব দিনে নবীজী প্রভূর কাছে সিজদাবনত হন
ছোট্ট দলের জন্য ছিল আল্লাহর সাহায্যের প্রয়োজন।
অসম বদরের যুদ্ধে সাহাবা ছিল মাত্র তিনশ’ তের জন
শত্রু পক্ষে ছিল তখন এক হাজারের অধিক ব্যক্তিগণ।
সেদিন হয়েছিল বদরের মাঠে রহমতের বৃষ্টি বর্ষণ
সাহায্য করেছিল ফিরিশ্তারা সাহসী ছিল সাহাবাগণ।
ভেঙ্গে দিল নবীজী গাছের ডাল হয়ে গেল তলোয়ার
বদরের যুদ্ধে বিজয়ের জন্য ইহা ছিল মহা উপহার।
শহীদ হয়েছিল বদরের যুদ্ধে সাহাবা চৌদ্দ জন
সত্তর জন কাফির করেছিল সেদিন করুন মৃত্যু বরণ।
মৃত্যু হল নেতা উতবার ধ্বংস হল আবু জাহল
মুসলিম শিবিরে তৈরী হয়েছিল জান্নাতি মহল।
বন্দী হয়েছিল সেই যুদ্ধে কাফির সত্তর জন
ন্যায্য হিস্যায় মদীনায় তারা কাজে নিয়োজিত হন।
সৌজন্যে: মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply