1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী’র সাথে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্বাক্ষত বিনিময় চট্টগ্রামে ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হওয়ার চেষ্টা, দুই রোহিঙ্গা সহ আটক ৩ ঋণ পরিশোধের দাবিতে এস আলমের বাসার সামনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি হেবরন পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শীতার্ত পরিবারের মধ্যে কম্বল ও খাদ্য সামগ্রি বিতরণ। জাতীয় মানবাধিকার সোসাইটি-চট্টগ্রাম’র বিশ্ব মানবাধিকার দিবস পালন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন দুবাইয়ে সার্ক-এর ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিক নেতারা শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ঋ-হেন্ডিক্রেফট ট্রেনিং সেন্টার এর ৩য় বর্ষ পূর্তি ও প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ দেশ সেবায় প্রয়াস নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে; প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আজাদী সম্পাদক মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

বিশ্ব প্রবাসীদের নিয়ে কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসার বই “রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী” অমরএকুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে।

  • সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ পঠিত

বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা – ২০২৪ এ প্রকাশিত হলো কবি ও কলামিস্ট মুহাম্মদ মুসা’র “রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী” বিশ্ব প্রবাসী বাংলাদেশীদের জীবন-যাপন ও দেশের অর্থনীতিতে তাদের অবদান সুখ-দুঃখ, হাসি- কান্না সুবিধা-অসুবিধা, চাওয়া-পাওয়ার ব্যাঞ্জনা নিয়ে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অ প্রকাশিত আলেখ্য রচিত হয়েছে নতুন বই রেমিট্যান্স যোদ্ধা -“প্রবাসী”

বইটি প্রকাশ করছে আলপনা প্রকাশ।
লেখকের মতে, ‘এই বইয়ে তিনি তাঁর প্রবাস জীবনের নানা অনুভূতি প্রকাশের মাধ্যমে জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা দুই কোটি বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর কথা পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। রেমিট্যান্স যোদ্ধা -“প্রবাসী” গ্রন্থে
প্রবাস জীবনের সংকট, আশা-নিরাশা, সফলতা ব্যথতা, ভ্রমণ, সাহিত্য-সংস্কৃতির প্রতিচ্ছবি সাবলীলভাবে প্রতিফলিত হয়েছে।প্রবাস জীবনের আবেগ-উচ্ছ্বাসের পাশাপাশি ও প্রবাসীদের আরো বেশি জানতে এই গ্রন্থ একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
বইয়ের লেখক কবি ও কলামিস্ট গীতিকার মুহাম্মদ মুসা বলেন
মানুষ জীবিকার সন্ধানে, উন্নত বাসস্থান, উন্নত পরিবেশ আর ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে দেশ থেকে দেশান্তর হয়। কখনো কখনো নিজ দেশে নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে কিংবা চাকচিক্য জীবনের আশায় ঘর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, প্রিয় মাতৃভূমির মায়া ত্যাগ করে প্রবাস জীবন বেছে নেয় এই জীবনের প্রেক্ষাপটে দীর্ঘ প্রবাস জীবনের সঞ্চিত অভিজ্ঞতা ও গবেষণা থেকে আমার ক্ষুদ্র প্রয়াস আমি এই বইটি লিখেছি দায়িত্ব বোধ থেকে প্রবাসীদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও সম্মান জানানোর প্রেক্ষাপটে আমার এই গ্রন্থ প্রতিফলিত হয়েছে ।প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই আমাদের অর্থনীতির চাকা হয় বেগবান। আমরা সমৃদ্ধির পথে এগোচ্ছি। রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের এই গ্রন্থ দেশ বি দেশের সমাদৃত হবে বলে আমি প্রত্যাশিত। লেখকের অন্যান্য সাডা জাগানো প্রকাশিত উল্লেখযোগ্য বই সমুহ “বিজয় থেকে বিজয়ে” “রক্ত ঢেলে এনেছি বাংলাদেশ” “লাল সবুজের পতাকা” “হৃদয়ে বাংলাদেশ” “রক্তের বর্ণমালা” “শেষ বিদায়” “অব্যক্ত কথা”। রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী বইটি অমর একুশে গ্রন্থমেলা আলপনা প্রকাশ স্টলে পাওয়া যাবে এছাড়া বইটি সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র,জাপান, সৌদি আরব,যুক্তরাজ্য,কাতার,সাউথ আফ্রিকা,কুয়েত,ওমান সহ দেশ ও বিদেশে বুক শপ এবং অনলাইন রকমারি.ডট কম থেকে পাওয়া যাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট