গৃহবন্দি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নবগঠিত খুলশী থানা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৩টায় নগরীর গরীবুল্লাহ শাহ মাজার থেকে শুরু হয়ে মিছিলটি জিইসি মোড় প্রদক্ষিণ করে ওয়াসা মোড় গিয়ে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে। খুলশী থানা ছাত্রদল আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নুরুল আলম সোহাগ এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান রাব্বি, মো নিরব পাটোয়ারী, মোঃ দেলোয়ার হোসেন রুবেল, মো সোহেল হোসেন, নবীর হোসেন, ইব্রাহীম হোসেন, সদস্য মেহেদী হাসান, ১৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ সাব্বির ভূঁইয়া, সফিকুল ইসলাম স্বপন, মোঃ লিমন, মোঃ জায়ান হাসান, আকাশ, মিশকাত উদ্দিন, আফরান শরিফ, সায়েদ তানজিম মাহমুদ নিহাল, ১৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ, ইসমাইল কাইসার, তাইজুল ইসলাম সাগর, সাগর হোসেন, শাহিন, সজিব, ফরহাদ ও আকাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply