মোহাম্মদ জুবাইরঃ
ডিবি (উত্তর) বিশেষ টিম এর অভিযানে ইয়াবা সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডিবি (উত্তর) বিশেষ টিম কর্তৃক ১০০০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং একটি বাস সহ ০৩জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করা হয়।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে কক্সবাজার টু ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত এনা পরিবহন ঢাকা মেট্রো ব ১৫ ৪৬৬৫ এ অভিযান চালিয়ে বাসসহ মাদক কারবারীদের আটক করা হয়।
আটকৃতরা হল ১. ড্রাইভার,দাউদ শেখ(৪২) পিতাঃ তোফাজ্জেল শেখ সাং কানুরিয়া থানাঃমোকসেদপুর জেলাঃগোপালগঞ্জ ২. হেলপার মোঃটিপু সুলতান (৩৪)পিতাঃ আনসার মন্ডল সাং জগোটি আনসার মঞ্জিল থানাঃসদর জেলাঃ যশোর এবং ৩.সুপারভাইজার মোঃহারুন অর রশিদ (৩৫)পিতাঃ আব্দুল সাত্তার সাং দুরুনিয়া পশ্চিম পাড়া থানাঃ শাজাহানপুর জেলাঃ বগুড়া। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং ৩৫ তারিখঃ২৮/৯/২০২২ ধারাঃমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(গ)/৪১/৩৮ রুজু করা হয়।
আরো জানা যায় ,মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি উত্তরের বিশেষ টিম এর অফিসার ও ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
Leave a Reply