এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী- কে স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা মাহি ইসলাম নূর এর পক্ষ থেকে ১ লা জুলাই সোমবার সম্মাননা স্মারক হিসেবে নিজ হাতে আঁকা ছবি উপহার দেন মাহী।
এই বিষয়ে মাহি ইসলাম নূর বলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী-র মানবিক কাজের প্রতি উৎসাহিত হয়ে মানবিক কাজের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ থেকে নিজ হাতে আঁকা ছবিটি উপহার হিসেবে প্রদান করলাম। আমি চাই বর্তমানে যেভাবে তিনি মানবিক কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এই মানবিক কাজ অব্যাহত থাকবে
এই সময় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন, এই উপহারটি আমার জীবনের সেরা মনে করছি। আমি সত্যিই গর্বিত যে, মানুষ আমাকে এতটা ভালবাসে; যার উদাহরণ এই উপহার। আমি যেনো সবসময় এভাবেই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে পারি সেই দোয়া সকলের কাছে প্রত্যাশা করি। তিনি আরও বলেন, আমাকে এমন একটি ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবেই উপহার প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply