প্রতিবছর মে মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবারে বিশ্ব মা-দিবস উদযাপিত হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতে বাংলাদেশে মা-দিবস উদযাপনের তেমন একটা চল না থাকলেও এখন যুগের সাথে তাল মিলিয়ে মা-দিবসের আবেদন অনেক বেড়েছে। বাংলাদেশের সন্তানরাও এখন তাদের মা-দের বিভিন্ন উপহার দিয়ে এই দিবস উদযাপন করে। কিন্তু মা-দিবসের এই উদযাপনের শুরুটা আসলে কবে থেকে? কেনই বা এই দিবসের উদযাপন শুরু হয়েছিল? সেই ইতিহাসই আজকের পোস্টে আলোচনা করছি।
মা দিবস আসলে কবে থেকে শুরু হয়েছে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতবিরোধ রয়েছে। ১৮৫৮ সালে এন জার্ভিস নামধারী যুক্তরাষ্ট্রের এপালাকিয়াতে বসবাসকারী একজন নারী প্রথম মা-দিবস ধারনার অবতারনা করেন। এর পেছনের উদ্দেশ্য ছিলো দূষিত পানি এবং অনিরাপদ স্যানিটেশনের কারণে প্রসূতি মা-দের মৃত্যু রোধ করার জন্য সচেতনতা গড়ে তোলা। পরবর্তীতে ১৮৭২ সালে যুক্তরাষ্ট্রের নারীবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ জুলিয়া ওয়ার্ড ফ্রাঙ্কো-প্রুসিয়ান যুদ্ধের পরপরই মা’দের জন্য বিশেষ একটি দিনের উদযাপন শুরু করেন, যার উদ্দেশ্য ছিল যুদ্ধ-পরবর্তী সময়ে শান্তির বাণী বিশ্বব্যাপি ছড়িয়ে দেয়া।
Leave a Reply