নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবসের সুবর্ণ জয়ন্তীতে “বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিব নগর সরকারের ভুমিকা এবং আজকের বাংলাদেশ “শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ১৭ এপ্রিল রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সসভাপতি বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতা চৌধুরী, ,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, হৃদয় দে, প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলাদেশ মহান স্বাধীনতা অান্দোলন সঠিকভাবে পরিচালনা ও স্বাধীনতা অর্জনে মুজিব নগর সরকারের ভুমিকা ঐতিহাসিক। মুজিব সরকারের সুপরিকল্পিত নেতৃত্ব এদেশের স্বাধীনতা অর্জনের পথ সুবিস্তৃত হয়েছিল।অাজকের এইদিনে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
Leave a Reply