আসিফ ইকবালঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ‘হৃদয়ে বঙ্গবন্ধু চেতনায় জয়বাংলা’ শ্লোগানে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে শততম দিনে শত কবিতা আবৃত্তি অনুষ্ঠান সম্প্রতি ভার্চ্যুয়ালী শেষ হয়। এতে শততম দিনে একক বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্নজীবনী পাঠ করে করেন সংগঠনের সহ সভাপতি শিক্ষক বিজয় শংকর চৌধুরী।
উল্লেখ্য ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এক অনুভুতিতে বিজয় শংকর চৌধুরী বলেন শততম দিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার নির্দশনস্বরুপ শতদিনের মাধ্যমে বঙ্গবন্ধুর অসামাপ আত্নজীবনী পাঠ করতে পেরে নিজেকেই গর্বিত মনে হচ্ছে। ইতিহাসের অমর এ মহানায়কের প্রতি অাজন্ম ঋণী। তিনি সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব কাজ করার আহবান জানান।
Leave a Reply