1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ভাইরাল মেম্বার হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় এক পথচারীর মৃত্যু হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল সাপের কামড় খেয়ে হলে বসা হয়নি হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলা পরিষদে চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ চব্বিশের গণ-অভ্যুত্থানে শ্রমিকজনতার অবদান ও ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে –আ ন ম শামসুল ইসলাম বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহর হজ পুনর্মিলনী অনুষ্ঠিত কবিতাঃ জনৈকের বৃত্তান্ত -উত্তম কে. বড়ুয়া আমিরাতে বাংলাদেশ সমিতি আবুধাবীর কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন । গাছ লাগানোর উপযুক্ত সময় এখনই -লায়ন মোঃ আবু ছালেহ্

মোবাইলে নয়, এসো মাঠে খেলি।

  • সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ পঠিত

মোবাইলে নয়, এসো মাঠে খেলি।

এই স্লোগান কে সামনে নিয়ে নগরীর কালামিয়া বাজার কে বি টার্ফে অনুষ্ঠিত হয়ে গেল মানবিক তারুণ্য ফুটবল টুর্নামেন্ট ২০২৩, আয়োজনে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, সহযোগিতায় – এপেক্স মেটাল ইন্ড্রাট্রিজ, মুসাইদাহ ফাউন্ডেশন, এস এম মানবিক ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রথম সারীর সেনেটারী আইটেম নির্মাতা প্রতিষ্ঠান এপেক্স মেটাল ইন্ড্রাট্রিজ এর সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) জনাব মোহাম্মদ সদরআলী হাসান, খেলার উদ্বোধন করেন লাখো অসহায় মানুষের আস্থার ঠিকানা, বেওয়ারিশ মানুষের ভরসাস্থল বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক জনাব শওকত হোসেন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সম্মানিত সহ সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, পটিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হাসান, বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্রের উপদেষ্টা গিয়াস উদ্দীন সেলিম, ফটিকছড়ির অত্যন্ত পরিচিত মুখ সমাজসেবক আলী হায়দার চৌধুরী, তরুণ রাজনীতিবিদ জনাব সৈকত দত্ত, মানবিক ডাক্তার আজহার, রেজা মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ফজলুল করিম, আবদুল গাফফার খান উপস্থিত ছিলেন শত শত স্বেচ্ছাসেবক, মিডিয়া কর্মী, ও সাধারণ মানুষ, ৪ টি টিম থেকে খেলায় অংশগ্রহণ করেন, মুসাইদাহ ফাউন্ডেশন, টিম ম্যানেজার লায়ন মোহাম্মদ আবু হাসান, এস এম মানবিক ফাউন্ডেশন, টিম ম্যানেজার আবদুল ছবুর কোম্পানি, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, টিম ম্যানেজার রতন সেন, মাননিক শওকত ফুটবল একাদশ, টিম ম্যানেজার সাইদুল ইসলাম তৈয়ব,
খেলা পরিচালনা করেন ফোর এইচ গ্রুপের সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশ এবং মায়ানমারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কুমিল্লার অত্যন্ত পরিচিত মুখ মাননিক মানুষ হও এর এডমিন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, মোহাম্মদ শাহাআলম আমিনুল, মুসাইদাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও এনায়েত বাজার বিশিষ্ট ব্যবসায়ী, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন মোহাম্মদ আবু হাসান, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য, বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নিবেদিত প্রাণ, ওয়ে হাউজিং প্রাইভেট লিমিটেড এর জোনাল ম্যানেজার, বিশিষ্ট সংগঠক রতন সেন, এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুল ছবুর কোম্পানি, ইঞ্জিনিয়ার লায়ন সোহারাব হোসেন, গিয়াস উদ্দিন, রেফারীর দায়িত্ব পালন করেন জাসেদুর রহমান মিয়াজী,
খেলায় চ্যাম্পিয়ন হয় এস এম মানবিক ফাউন্ডেশন এবং রানারআপ হয় মুসাইদাহ ফাউন্ডেশন।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব সদর আলী বলেন বর্তমান তরুণ প্রজন্মের জন্য আমরা যদি প্রতিনিয়ত খেলার ব্যবস্থা করতে না পারি তাহলে সামনে কঠিন সময় আসছে, এই প্রজন্ম কে খারাপ পথে না যাবার জন্য ক্রীড়া ও সাংস্কৃতির কোন বিকল্প নেই, আসুন আমাদের আগামী কে মানসিক ও শারীরিকভাবে সুস্থ করে তুলি, উদ্বোধকের বক্তব্যে জনাব শওকত হোসেন পিপিএম বলেন আমাদের উচিৎ আগামী প্রজন্মের জন্য উম্মুক্ত খেলার মাঠ, দেশমাতৃক ও সাংস্কৃতিক একটি পরিবেশ তৈরী করা, আমাদের প্রজন্ম যেন বিপথগামী না হয় সেদিকে লক্ষ্য রাখা, প্রতিটি উপজেলায় খেলার জন্য বিশেষ ব্যবস্থা করা, আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সবল রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন, সব শেষে পুরস্কার বিতরণ এর মধ্যদিয়ে খেলার আয়োজন শেষ হয়, উপস্থিত শত শত স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ এই রকম সুন্দর ও অসাধারণ একটা আয়োজনের জন্য খেলা আয়োজক কমিটি কে ধন্যবাদ দেন, খেলা ও পুরস্কার বিতরণ শেষে লায়ন মোহাম্মদ আবু হাসান, রতন সেন ও শাহাআলম আমিনুল সবাইকে ধন্যবাদ দিয়ে আয়োজন সমাপ্তি ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট