ইসমাইল ইমনঃ
চট্টগ্রামের চকবাজার চকভিউ মার্কেট, বালী আর্কেড, কাঁচা বাজার, ধনিয়ার পুল, ফুলতলা ও রাহাত্তার পুল মুখী সড়কে ৫ জুলাই বিকেল ৪ টার দিকে হঠাৎ ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট, RAB, পুলিশের উপস্থিতি আঁচ করতে উক্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে, এইসময় স্বাস্থ্য বিধি অমান্য করে ঘুরাফেরা করা, পথচারী, বাজারের ক্রেতা ও ভাসমান সবজি ব্যবসায়ী ভ্যান ওয়ালারা দিক-বিদিক ছুটতে থাকে।
এই সময় ভ্রাম্যমান আদালত বাজারের ২ টি মুদি দোকানিকে সতর্ক করে মাইকিং করে করোনার ভয়াবহতা ছড়িয়ে পরায় সকলকে নিজ উদ্যোগে সচেতন হয়ে স্বাস্হ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
ধন্যবাদ