পটিয়ার অন্যতম সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া”র চেয়ারম্যান নিযুক্ত হলেন সাংবাদিক, কবি, লেখক ও দক্ষ সংগঠক লায়ন মোঃ আবু ছালেহ্। সংগঠনের কার্যক্রমের পরিধি বাড়ানো,বর্তমান কার্যক্রম চলমান রাখা ও কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পূর্ববর্তী উপদেষ্টা কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
বুধবার সংগঠনের প্রতিষ্ঠাতা আসহাব উদ্দীন জনির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। লায়ন মোঃ আবু ছালেহ্ সাবেক উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধারে ছালেহ্ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী, দৈনিক দেশ বার্তার সম্পাদক, দৈনিক চট্টগ্রামের খবর এর সম্পাদক ও প্রকাশক,দৈনিক অগ্রসর এর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত আছেন।দক্ষ সংগঠক হিসেবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত থেকে মানব সেবা করে যাচ্ছেন।
Leave a Reply