সোমবার নগরীর অভিজাত হোটেলে লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী’র ২০২১-২২ বর্ষের কমিটি ঘোষণা করা হয়। ক্লাব সভাপতি লায়ন সাইফুল আলম পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ আবু ছালেহ্। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও জোন চেয়ারপারসন লায়ন আনিসুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট চেয়ার পারসন লায়ন ওমর ফারুক সাগর, সিনিয়র সহ সভাপতি লায়ন নুরুজ্জামান জামান, প্রাক্তন ট্রেজারার লায়ন আবদুল্লাহ আল রায়হান, লায়ন ওসমান সরওয়ার, লায়ন জেসমিন সুলতানা, লায়ন রাসেল রানা, লায়ন মোঃ আজিজুর রহমান, লায়ন মোঃ শাহাব উদ্দিন, লায়ন এজিএম কায়সার,লায়ন নুর উদ্দিন খান, লায়ন মোঃ নুরুন্নবী, লায়ন আবু সায়েম, লায়ন মোঃ রহমান, লায়ন ইঞ্জি রাশেদুল ইসলাম, লায়ন মোহাম্মদ আলী, লায়ন আরিফুল চৌধুরী, লায়ন ইকবাল হোসেন, লায়ন আরমান, লায়ন সোহেল, লায়ন বাবর প্রমুখ।
জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে
সভায় লায়ন মোঃ আজিজুর রহমান কে প্রেসিডেন্ট, লায়ন এ জি এম কায়সার কে সেক্রেটারি, লায়ন কাজী মোঃ শাহাব উদ্দিন কে ট্রেজারার ঘোষণা করা হয়।
করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী লায়ন্স পরিবারের সদস্যদের সাথে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply