লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২০২১-২২ সেবাবর্ষের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ’র জন্মদিন উদযাপিত হয়েছে। এদিন জন্মদিন উপলক্ষে দিনব্যাপী অসংখ্য লায়ন্স ও লিও নেতৃবৃন্দরা রফিক মঞ্জিলে শুভেচ্ছা জানাতে মিলিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি ক্লাব লিডার জেলা জিএসটি কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ শওকত আলী চৌধুরী এমজেএফ নেতৃত্বে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি অন্যান্য নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারম্যান লায়ন কবিরুল ইসলাম, লায়ন্স ক্লাবের নির্বাচিত সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু।
এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন লিও জেলা পরিষদ জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের রিজিওন ডিরেক্টর হেডকোয়ার্টার লিও সাইফুল ইসলাম, গোল্ডেন সিটি লিও ক্লাবের ট্রেজারার লিও মাহি বিন জামান ও লিও ইউসুফ আহমেদ সাব্বির প্রমুখ।
Leave a Reply