চট্টগ্রাম নগরীর অলিতে-গলিতে শুয়ে থাকা অভুক্ত, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার পৌঁছে দিতে একদল কওমী মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষুদ্র প্রয়াস। প্রথমবারে ১০০জনের আয়োজন করে। গাড়ি করে খাবার নিয়ে পথের ধারে শুয়ে থাকা মানুষ খোঁজে খোঁজে রাত ০৯টার পরে সিআরবি, মেডিকেল এলাকায়, জিসি, মুরাদপুর, নিউ মার্কেট এলাকায় বিতরণ করেন তারা।
প্রসঙ্গত; ঘর নেই, বাড়ি নেই, পরিবার নেই, স্ত্রী সন্তান নেই, কোন টেনশন নেই, লাভ-লস কিছু নেই। ভালো-মন্দ কিছুই জানেন না। পাতলা কম্বল মোড়ায়ে শুয়ে আছে পথের ধারে।
কাইছার হামিদ বলেন- মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি, মায়া কি মানুষ হিসেবে পেতে পারে না। সে হিসেবে উদ্যোগ নেওয়া।
সাইফুল ইসলাম বলেন- আপনিও আপনার জায়গা থেকে মানবিক এবং মানবতার সেবায় এগিয়ে আসার উদাত্ত জানান।
এসময় উপস্থিত ছিলেন- মাওলানা কাইছার বিন মফিজ বাঁশখালী,
মাওলানা সাইফুল ইসলাম ভেল্লাপাড়া পটিয়া। আবিদ সিদ্দিকী পুকুরিয়া বাঁশখালী। এইচ এম জাকের মহেশখালী, ওসামা লাভীব আশিয়া, আরাফাত সাতকানিয়া, রাশেদ মাহমুদ চন্দনাইশ, আক্তারুল্লাহ বাঁশখালী, ইদ্রিস বাঁশখালী, গোফরান পটিয়া, আব্দুল্লাহ কয়গ্রাম, রিফাত পটিয়া, আব্দুল ওয়াহেদ আনোয়ারা
মাসরুর পটিয়া প্রমুখ।
মাশাআল্লাহ ❤️❤️