ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রাম বাকলিয়া থানার বলির হাট এলাকায় প্রয়াতা মুক্তিযোদ্ধা মিয়া জাফর আহম্মদ এর কন্যাদের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে ভাইদের বিরুদ্ধে।
বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বলিরহাট এলাকায়।থানার অভিযোগের ভিত্তিতে জানা যায়, ১১ই ফেব্রুয়ারি শুক্রবার মুক্তিযোদ্ধা মিয়া জাাফরের বাড়িতে সকালে ক্রয়কৃত সম্পত্তি ও পৈত্রিক সম্পত্তির ভাগের হিস্যার ভাগ চাওয়ায় পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ১নং-বিবাদী করিম,পিতা -প্রয়াত মুক্তি্যোদ্ধা মিয়া জাফর ২নং বিবাদী সেলিম পিতা ঐ ৩নং-বিবাদী নায়িম পিতা -করিম একত্রিত হয়ে ভিকটিম বোন চেমন আরা বেগম পিতা প্রয়াত মুক্তিযোদ্ধা মিয়া জাফর কে কিল গুষি লাথি মারিয়া রক্তাক্ত জখম করে ৩ নং বিবাদী আমার গলায় থাকা ২(দুই) ভরি ওজনের গলার চেন চিনাইয়া লইয়া যায়। এক পর্যায়ে ২নং-বিবাদী গলায় ওড়না পেছিয়ে মেরা ফেলার জন্য চেপে ধরে এতে ভিকটিমের শ্বাস -বন্ধ হয়ে আসলে স্হানীয় খুইল্লা মিয়া,নাছের,গুননু, ফিরোজ, ইরফানদ্বয় তাদের কাছ থেকে উদ্ধার করে চমেক মেডিকেলে র ২৪নং ওয়ার্ড এর ৩৬ নং-সিটে ভর্তি করায়।চিকিৎসা নি,পরবর্তীতে বিবাদীগণের হুমকির কারণে পাঁচলাইশ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।ডায়েরী নং-৯৩৫।আনায়ন করেন।তাং-১৫/০২/২২ইং-। বর্তমানে বাদীদ্বয় নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান।
Leave a Reply