নিজস্ব প্রতিবেদকঃ
দাকোপ উপজেলার সাহসী কলম সৈনিক মানবতার সেবক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সাংবাদিক মোকলেছুর রহমানকে হুমকি দেওয়া হয়। ২৩ অক্টোবর রবিবার দাকোপ উপজেলার ৮ নং বাজুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুনকুড়ি গ্রামের পোদ্দার গঞ্জ বাজার সংলগ্ন স্লুইচগেটে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় স্থানীয় ওই এলাকার কিছু যুবক মিলে সাংবাদিক মোকলেছুর রহমানকে অকথ্য গালিগালাজ ও ভুয়া সাংবাদিক বলে মারধর করতে আসে।
মোকলেছুর রহমানকে ২২অক্টোবর রোজ শনিবার দাকোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কতৃক ছাত্রী যৌনতার তথ্য সংগ্রহ কালে প্রধান শিক্ষক জনাব তাপস বাবুর মোবাইল নম্বর চাওয়াকে কেন্দ্র করে হুমকি দেন চার যুবক যথা ১) বরুণ রায় পিং মৃত দুলাল রায় ২)পিন্টু হালদার পিং গোপাল চন্দ্র হালদার ৩)কিশোর রায় পিং অসিত রায়৪)চন্দ্র নাথ রায় পিং ভবনাথ রায়।
সাংবাদিক মোকলেছুর রহমানকে গালিগালাজ সহ অকথ্য ভাষা সহ মারধোরের হুমকি দেওয়ার সময় এলাকার ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়ল উপস্থিত ছিলেন। পুরো ঘটনা তিনি দেখেছেন ও শুনেছেন।
এলাকা বাসি সুত্রে জানা যায়, কিশোর রায়, চালনা কে সি স্কুলের ডাক বিভাগে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে উক্ত স্কুলে পূর্বেও অভিযোগ রয়েছে। বরুন রায় বর্তমান ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়লের ম্যানেজার। তিনি ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়লের সাহসে সাংবাদিককে হুমকি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত।
বরুন রায় আরো হুমকি দিয়ে বলেন, সাংবাদিক মোকলেছুর রহমানকে পোদ্দার গঞ্জ পার হলে খবর করে দিবেন। এবং ট্যাং ভেঙে দিবেন বলে এমন কথাও জনসম্মুখে চিৎকার দিয়ে বলেন।
স্থানীয় বাজারের জনতা বলেন পিন্টু হালদার ও চন্দ্র নাথ রায়ের বরুন রায় ও কিশোর রায়ের ইন্দনে সাংবাদিক মোকলেছুর রহমানকে অকথ্য গালিগালাজ করেন এবং মারধর করতে আসে।
দাকোপ উপজেলার সাংবাদিক ফোরাম সাংবাদিক মোকলেছুর রহমানের হুমকির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষী ব্যক্তিদের দাকোপ উপজেলা প্রশাসনের নজরে আনার জন্য জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply