1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসী সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন- প্রসাসের ইফতার অনুষ্ঠানে আরিফুর রহমান আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি। চট্টগ্রাম নগরীর বাকলিয়াতে ২৬ টন চিনিসহ দুটি কভার্ডভ্যান জব্দ আটক-১ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাগণের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান। জাতীয় গনহত‌্যা দিব‌সে চট্টগ্রাম সা‌র্কিট হাউ‌জে আ‌লোচনা সভা। সমন্বয়ক‌দের সহ‌যো‌গিতায় বি এন পি প‌রিবা‌রের জ‌মি জোড় পূর্বক দখল ক‌রে নেন আওয়ামীলীগ নেতা। দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ ব্যবসায়ী খোকন মিয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের পক্ষ থেকে ১৫টি হুইল চেয়ার প্রদান” সেনাবাহিনীর বরাদ্দকৃত ডাল আত্মসাতের চেষ্টায় বাকলিয়ায় ১৭ টন ডালসহ দুই প্রতারক আটক বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) পটিয়া উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত

সাংবাদিক মোকলেছুর রহমানকে হুমকি

  • সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৯৯ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দাকোপ উপজেলার সাহসী কলম সৈনিক মানবতার সেবক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সাংবাদিক মোকলেছুর রহমানকে হুমকি দেওয়া হয়। ২৩ অক্টোবর রবিবার দাকোপ উপজেলার ৮ নং বাজুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুনকুড়ি গ্রামের পোদ্দার গঞ্জ বাজার সংলগ্ন স্লুইচগেটে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় স্থানীয় ওই এলাকার কিছু যুবক মিলে সাংবাদিক মোকলেছুর রহমানকে অকথ্য গালিগালাজ ও ভুয়া সাংবাদিক বলে মারধর করতে আসে।

মোকলেছুর রহমানকে ২২অক্টোবর রোজ শনিবার দাকোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কতৃক ছাত্রী যৌনতার তথ্য সংগ্রহ কালে প্রধান শিক্ষক জনাব তাপস বাবুর মোবাইল নম্বর চাওয়াকে কেন্দ্র করে হুমকি দেন চার যুবক যথা ১) বরুণ রায় পিং মৃত দুলাল রায় ২)পিন্টু হালদার পিং গোপাল চন্দ্র হালদার ৩)কিশোর রায় পিং অসিত রায়৪)চন্দ্র নাথ রায় পিং ভবনাথ রায়।

সাংবাদিক মোকলেছুর রহমানকে গালিগালাজ সহ অকথ্য ভাষা সহ মারধোরের হুমকি দেওয়ার সময় এলাকার ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়ল উপস্থিত ছিলেন। পুরো ঘটনা তিনি দেখেছেন ও শুনেছেন।

এলাকা বাসি সুত্রে জানা যায়, কিশোর রায়, চালনা কে সি স্কুলের ডাক বিভাগে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে উক্ত স্কুলে পূর্বেও অভিযোগ রয়েছে। বরুন রায় বর্তমান ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়লের ম্যানেজার। তিনি ইউপি সদস্য রবীন্দ্রনাথ মোড়লের সাহসে সাংবাদিককে হুমকি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত।

বরুন রায় আরো হুমকি দিয়ে বলেন, সাংবাদিক মোকলেছুর রহমানকে পোদ্দার গঞ্জ পার হলে খবর করে দিবেন। এবং ট্যাং ভেঙে দিবেন বলে এমন কথাও জনসম্মুখে চিৎকার দিয়ে বলেন।

স্থানীয় বাজারের জনতা বলেন পিন্টু হালদার ও চন্দ্র নাথ রায়ের বরুন রায় ও কিশোর রায়ের ইন্দনে সাংবাদিক মোকলেছুর রহমানকে অকথ্য গালিগালাজ করেন এবং মারধর করতে আসে।

দাকোপ উপজেলার সাংবাদিক ফোরাম সাংবাদিক মোকলেছুর রহমানের হুমকির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষী ব্যক্তিদের দাকোপ উপজেলা প্রশাসনের নজরে আনার জন্য জোর দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট