প্রেস বিজ্ঞপ্তিঃ
শহরতলী বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে সামাজিক সংগঠন “পাঠশালা” আয়োজন করলো বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন কার্যক্রমের।
সৃজনশীল ও সেবাধর্মী সংগঠন পাঠশালা‘র বিনামূল্যে করোনা ভাইরাসের টিকার নিবন্ধন কার্যক্রমের ৯ম দিন
সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর সারোয়াতলী (উত্তর কঞ্জুরী) গ্রামে জসিম মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড উত্তর কঞ্জুরীর সাবেক মেম্বার এম. জসিম উদ্দিনের সহযোগিতায় পরিচালিত নিবন্ধন কার্যক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ৯ দিন পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধী মেনে সর্বমোট দুইশত দশ জন ব্যাক্তির নিবন্ধন সম্পন্ন করা হয়।
নিবন্ধন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, পাঠশালার প্রযুক্তি ও দপ্তর বিষয়ক সম্পাদক- বিজয় চক্রবর্তী।
এছাড়া নিবন্ধন কার্যক্রমে অংশ নেন অন্তর দাশ, জনি দাশ, গৌরব মজুমদার রন্টি, সুব্রত দত্ত রাজু ও পিকলু সরকার।
Leave a Reply