প্রেস বিজ্ঞপ্তিঃ
এশিয়াখ্যাত শিক্ষা প্রতিষ্টান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ (সাবেক) মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী ও আলহাজ্বা সৈয়্যদা জাহানারা বেগম রহঃ’র বড় নাতনি সৈয়্যদা মাদিহা আল-বাতুল চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল
মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ সহ গোল্ডেন A + পেয়েছে।
সে এবতেদায়ী সমাপনী-২০১৬ তে গোল্ডেন A + সহ ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছিল। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা’আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ-হযরাতের দরবারে শোকরিয়া জানিয়েছে। সাথেসাথে মাদরাসার অধ্যক্ষ, সম্মানিত শিক্ষকমন্ডলী, নানা-নানী, মা-বাবা,চাচা-চাচী, মামা-মামী সহ আত্মীয় স্বজন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য যে, সে সার্দান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান বিশিষ্ট লেখক, গবেষক, বহুগ্রন্থ প্রনেতা অধ্যাপক সৈয়্যদ মুহাম্মদ জালাল উদ্দীন আল-আযহারী ও সৈয়্যদা তাসলিমা আখতারের বড় মেয়ে এবং করোনকালীন ফ্রি লাশ কাফন-দাফন, ফ্রি এ্যাম্বুল্যান্স, ফ্রি অক্সিজেন (যা এখনো চলমান রয়েছে) সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ারের ভাতিজি। সে বড় হয়ে দেশ-জাতির সেবা ও দ্বীন-মাজহাবের খেদমত করতে চাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া কামনা করছে।
Leave a Reply