“হযরত আবুবকর সিদ্দিক (রাঃ)”
-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
আখেরি নবীর প্রথম সাহাবা আবুবকর সিদ্দিক (রাঃ)
বিশ্বাসে ত্যাগী মহাপুরুষ গ্রহণ করলেন সঠিক দিক।
হিযরত করলেন নবীর সাথে গভীর রাত্রি বেলা
নবীর হুকুম পালন করতে করেননি অবহেলা।
হিযরত কালে ‘গারে ছুরে’ ছিলেন নবীর সাথে
সাপের বিষে মলিন হলেও কষ্ট পায়নি তাতে।
আয়েশা সিদ্দিকাকে বিয়ে দিলেন দয়াল নবীর সাথে
বয়সের পার্থক্য অধিক হলেও আপত্তি ছিল না তাতে।
বিলিয়ে দিলেন সকল সম্পদ নবীর কদমতলে
সর্বশ্রেষ্ঠ দানকর্তা হলেন তিনি পূর্ণ ঈমান বলে।
নবী (সাঃ) মি’রাজে গেছেন করলেন তিনি বিশ্বাস
‘সিদ্দিক’ উপাধি লাভ করে পেলেন বেহেস্তের আশ্বাস।
জিহাদ করলেন ইসলাম তরে নবীর হাত ধরে
খিদমত করলেন সারাজীবন হৃদয় উজার করে।
খিলাফত লাভ করলেন তিনি দয়াল নবীর পরে
ইসলামের ত্রাণকর্তা হলেন তিনি ধর্মের ঝান্ডা ধরে।
মসজিদে নববীতে শুয়ে আছেন দয়াল নবীর পাশে
মুসলিম জাহানের প্রথম খলিফা আজও তারই কাছে।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply