“হযরত বায়েজিদ বোস্তামী (রহ:)”
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
বায়েজিদ বোস্তামীর শুভ আগমন বোস্তাম শহরে
নূরানী শিশুর জন্ম হয়েছিল সুবহে সাদিক প্রহরে।
মায়ের তৃষ্ণা মিটানোর তরে দাঁড়িয়ে রাতে ঠাঁই
মাতৃ দোয়ায় বায়েজিদ- আউলিয়া হলেন তাই।
মক্কায় তিনবার গেলেন আল্লা’র দীদারের আশায়
বুঝতে পারলেন কাবা ঘরে আল্লা’র বসবাস নাই।
এতিম বায়েজিদ চলে গেলেন মায়ের দোয়া নিয়ে বাইয়াত হলেন- ইমাম জাফর সাদিকের নিকট গিয়ে।
ইরান থেকে তিনি হিযরত করলেন এই বাংলায়
বারো আউলিয়া সাথে ছিল ইতিহাসে জানা যায়।
তাঁর আস্তানা ‘বায়েজিদ’ বাংলার চট্টগ্রাম শহরে
দীর্ঘদিন পর বায়েজিদ জন্মস্থানে যান ফিরে।
সূফী সাধক দার্শনিক তিনি সুলতানুল আরেফিন
সারা জীবন সাধনায় প্রচার করলেন আল্লা’র দীন
আল্লাহর হুকুমে তিনি যান-‘দায়েরে সামআনে’
লক্ষাধিক ইহুদি সেথায় ইসলামে ঈমান আনে।
শায়িত আছেন তিনি ইরানের বোস্তাম নগরীতে
অমর হয়ে আছেন- বাংলার মানুষের স্মৃতিতে।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply