মোহাম্মদ রিপনঃ
উদ্যোক্তাদের মিলনমেলা এবং পণ্য প্রদর্শনী আয়োজন “নব দিগন্তে নব সৃষ্টির সূচনায়” স্লোগান কে সামনে নিয়ে গড়ে উঠা ৮০০০ এর অধিক ক্ষুদ্র উদ্যোক্তাদের জনপ্রিয় ই-কমার্স গ্রুপ লিডিং ই-কমার্স সোসাইটি। অদ্য ২৯শে অক্টোবর রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় নগরীর জিইসির মোড়ে অবস্থিত জিইসি প্যালেসে Food Club By Foujiya নিবেদিত উদ্যোক্তাদের মিলনমেলা এবং পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তা বিশেষত নারী উদ্যোক্তোরা তাদের নিজ উদ্যোগকে সবার মাঝে পরিচিত করে এগিয়ে যাওয়ার গল্প শেয়ারের সুযোগ লাভ করে। রুনা ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন গ্রুপের সম্মানিত এডমিন বশির আহমেদ, ইব্রাহিম খলিল, সম্রাট ইমরান ও আবু বক্কর আমান। বক্তারা আধুনিক বিশ্বের সাথে এগিয়ে চলার ক্ষেত্রে এ দেশের নারীদের নানান উদ্যোগ নিয়ে এগিয়ে আসার ভূয়সী প্রসংশা করেন এবং দেশের অর্থনীতিতে অপরিসীম ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। কিছু উদ্যোক্তাকে তাদের অবদানের জন্য পুরুষ্কৃত করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ইব্রাহিম খলিল আহ্বায়ক, উদ্যোক্তা মিলনমেলা এবং পণ্য প্রদর্শনী আয়োজক কমিটি
Leave a Reply