প্রেস বিজ্ঞপ্তিঃ
গাউসুল আযম শাহসুফি মাওলানা হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৭ তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত পঞ্চদশ শিশুকিশোর সমাবেশ আগামী ১৩ জানুয়ারি’ ২০২৩ শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এলক্ষে এসজেডএইচএম ট্রাস্ট ও পঞ্চদশ শিশুকিশোর সমাবেশ উদযাপন পরিষদের যৌথ সভা ট্রাস্ট মাইজভাণ্ডারী একাডেমির সদস্য সচিব প্রফেসর জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসজেডএইচএম ট্রাস্টের সম্মানিত সচিব প্রফেসর এ ওয়াই এম জাফর। ইতোমধ্যে প্লে থেকে দশম শ্রেণি/সমমানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘পঞ্চদশ শিশু কিশোর সমাবেশ’২০২৩ এর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৬ জানুয়ারি’২০২৩ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে (নিউ মার্কেটের পাশে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ১৩ জানুয়ারি’২০২৩ বেলা ২টা৩০ মিঃ হতে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম মাঠে শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনলাইন রেজিস্ট্রেশন লিংকঃ যঃঃঢ়ং://সধমযঁঃংযধন.ংঁভরসধরুনযধহফধৎর.ড়ৎম.নফ
প্রতিযোগিতায়-ক বিভাগ (প্লে থেকে দ্বিতীয় শ্রেণী), খ বিভাগ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেনী), গ বিভাগ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী), ঘ বিভাগ (নবম থেকে দশম শ্রেণী/সমমান) এ চারটি বিভাগে-ক্বিরাত, হামদ/না’ত, দেশাত্ববোধক গান, মাইজভাণ্ডারী সংগীত, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি/চড়বস, উপস্থিত বক্তৃতা/ চঁনষরপ ঝঢ়বধশরহম, রচনা/ঊংংধু ডৎরঃরহম. বিষয়ঃ (আমার দেখা মাইজভাণ্ডার শরিফ), চিত্রাংকন, বিজ্ঞান মেলা (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত), ফটোগ্রাফি-বিষয়ঃ উন্মুক্ত ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশুকিশোররা নগরীর জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, চেরাগি পাহাড়স্থ নন্দন বইঘর, মুরাদপুর বিবিরহাটস্থ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরিফ, বহদ্দারহাট বাস টার্মিনালস্থ ট্রাস্ট কার্যালয়, বিশ্ব সাহিত্যকেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি ও মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করতে পারবে। সভায় পঞ্চদশ শিশুকিশোর সমাবেশ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক এইচ এম রাশেদ খান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ তানভীর, উদযাপন পরিষদের সমন্বক প্রফেসর মীর তরিকুল আলম, মাকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু, মোহাম্মদ নাসির উদ্দীন, আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আবুল মনসুর, এইচ আর মেহেবুব জিকু, আরেফিন রিয়াদ, পরিষদের সদস্য শাহনেওয়াজ হোসেন চৌধুরী, মেজবাহ উদ্দিন, ফজলুল হক ফজু, শওকত হোসাইন, মোহাম্মদ ওমর ফারুক, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোহাম্মদ আরিফুল ইসলাম ও ডাঃ কৌশিক সাইমন জয় প্রমুখ।
Leave a Reply