
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব চিটাগং-এর Annual General Meeting (AGM) 2025 গত ৬ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টায় নগরীর বাকলিয়া এলাকার অভিজাত রেস্টুরেন্ট ব্র্যান্ড বাকেট কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সম্মানিত সভাপতি এপে: যিকরু হাবিবীল ওয়াহেদ।
এতে এপে: আবু বকর তামিম, প্রেসিডেন্ট (২০২৬) এবং এপে:মুহাম্মদ জসীম উদ্দিন সেক্রেটারি এন্ড ডিএনই (২০২৬) নির্বাচিত হন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপে: সুপংকর বড়ুয়া, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন ডিরেক্টর (NIRD), এপেক্স বাংলাদেশ, এপে: সৈয়দ মিয়া হাসান, জেলা গভর্নর–৩, এপেক্স বাংলাদেশ, এপে: বশির আহমেদ মনি, জেলা গভর্নর–২, এপেক্স বাংলাদেশ, এপে: নুরুল আমিন চৌধুরী আরমান, আইপিএনএসডি, পিএনআইআরডি, পিএনওয়াইসিডি, পিডিজি–৩, এপেক্স বাংলাদেশ, এপে: এস. কে. দত্ত অনুপ, পিএনএসডি, এপেক্স বাংলাদেশ, এপে: কামাল পাশা, পিডিজি, জেলা–৩, এপেক্স বাংলাদেশ
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এপেক্স ক্লাব অব চিটাগং-এর সাংগঠনিক কার্যক্রম, সমাজসেবা ও নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা ক্লাবের সদস্যদের আগামীর পথচলায় আরও সফলতা, ঐক্য ও মানবিক সেবায় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
এজিএম এ শুভেচ্ছা বক্তব্য ও জেলা-৩ এর ৪৫তম কনভেনশনের ঘোষণা দেন, এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর সচিব এপে: মুহাম্মদ আরিফ খান।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- এপে: ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মহসিন, পাস্ট প্রেসিডেন্ট,এপেক্স ক্লাব অব চিটাগং, এপে: মহিউদ্দিন চৌধুরী জিকু, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট , এপেক্স ক্লাব অব চিটাগং
এজিএম এ সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এর রিপোর্টের উপর ফিডব্যাক দেন- এপে: মুহাম্মদ লিয়াকত আলী ,এনইএস,এপেক্স বাংলাদেশ, এপে: আলমগীর আলম,প্রেসিডেন্ট,এপেক্স ক্লাব অব পটিয়া, এপে: এডভোকেট আদনান জাফরান,আইপিডিএস-৩,এপেক্স বাংলাদেশ, এপে: সালাউদ্দীন কাদের লাভলু, প্রেসিডেন্ট,এপেক্স ক্লাব অব সন্দীপ, এপে: আবু সাঈদ তালুকদার খোকন,এডিটর ,জেলা-৩ , এপেক্স বাংলাদেশ, এপে: রুবেল হোসাইন নীল, সেক্রেটারি, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া, এপে: জসীম মঞ্জু,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব নোয়াপাড়া
এজিএম-এ ক্লাবের বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন বোর্ড গঠন করা হয়।
সভা শেষে সকল সদস্য, অতিথি ও জেলা নেতৃত্ব এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ডিনারে অংশগ্রহণ করেন এবং সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।
Leave a Reply