
অরুণ নাথ : গীতাঞ্জলি মাতৃসম্মিলনী (গীমাস) এর শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান আজ ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার, সকাল ১০ টায় নগরীর আন্দরকিল্লাস্থ রাজাপুকুর লেইন শ্রীশ্রী লোকনাথধামে সংগঠনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক জয়া দত্তের সভাপতিত্বে,সমাজসেবক রুনু দেবীর তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শুক্লা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম -চট্টগ্রাম এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিবুপ্রসাদ দত্ত ও উদ্বোধক ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ,উপদেষ্টা অধ্যক্ষ সুলেখা পাল,পৃষ্ঠপোষক সমাজসেবক দীপেন সাহা,উপদেষ্টা ডাঃ মৌমিতা দাশ,পৃষ্ঠপোষক ডাঃ জয়া দেবী, সাবেক সভাপতি সুচিত্রা ধর,চাকসু নেত্রী পূর্ণিমা রাধে,রসায়নবিদ ডঃ ক্ষুদিরাম ভৌমিক,নারীনেত্রী স্নিগ্ধা আচার্য্য,উপদেষ্টা শিল্পী চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক লাভলী দে,সংগীতশিল্পী সুধামা দাশ সুজন,বাগীশিক কোতোয়ালি সাধারণ সম্পাদক তুর্জয় দাশ,কর্মকর্তা রিম্পা দে,শর্মিলা দে,কণিকা চৌধুরী, চুমকি চৌধুরী, সান্ত্বনা দাশ,প্রাচী চৌধুরী, প্রিয়ন্তী দাশ,অধরা দাশ,স্নিগ্ধা দাশ পুজা,সানি মহাজন,মৃত্তিকা দেওয়ানজী প্রমুখ। এতে সুবিধাবঞ্চিত ও অনগ্রসর শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি শিবু দত্ত বলেন, মানবতাই সকল ধর্মের মুল কথা। সৃষ্টিকে সেবা করে স্রষ্ঠার আনুকূল্য পাওয়া যায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ বলেন, সুবিধাবঞ্চিত মানুষগুলোও আমাদের সমাজের অংশ। তাঁদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
Leave a Reply