
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া বটতল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর।
নিহতদের মধ্যে দুই জনেরপরিচয় পাওয়া গেছে তারা হলেন- চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী কুমিল্লার বাসিন্দা এর পুত্র মো. শাহ আলম (৫৫) ও ফেনী ছাগল নাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো কামাল (৪৫)। তবে শাহ আলম বর্তমানে চট্টগ্রামের পোর্ট কলোনিতে বসবাস করেন।
খবর পেযে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। এসময় ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ২১ জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ২০ জনের মধ্যে ১২ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাকির রাব্বানি জানান, চট্টগ্রাম মুখী সিডিএম পরিবহনের একটি বাস মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে সামনে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
Leave a Reply