1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাবার মৃত্যু রহস্য! -লায়ন মোঃ আবু ছালেহ্ নাট্যকর্মীদের নাট্যচর্চার মধ্যে দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে- নাট্যজন শেখ শওকত ইকবাল সীতাকুণ্ডে কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থী শফিউল আলমের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাণীগ্রাম ৯ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবার পাশে বিএনপি নেতা হাজী মোঃ কাউছার হোসেন। সীতাকুন্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন সীতাকুন্ডে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মানুৃষের সেবাই আমার রাজনীতি: আবু মোহাম্মদ নিপার চৌধুরী পূর্বাশার আলো’র ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারাঃ আলোকিত মানুষ ছাড়া, আলোকিত ভোর হয় না কর্ণফুলী সেতুর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি, এডভোকেসি ফোরাম

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থী শফিউল আলমের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৭ পঠিত

 

বিশেষ সংবাদদাতাঃ

“জামায়াত ক্ষমতায় এলে শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে”— মোহাম্মাদ শফিউল আলম,,বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে “জাতি গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ (পতেঙ্গা–হালিশহর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মাদ শফিউল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম। সভায় সভাপতিত্ব করেন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর ওসমান গনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুন খান।

সভায় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক, ওয়ার্ড বি.এম. সেক্রেটারি আবদুর রহিম বিশ্বাস, ৩৯নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ, মোঃ ফখরুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি ও শিক্ষক সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শিক্ষক সমাজই জাতি গঠনের মূল কারিগর। দেশের উন্নয়ন, নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাঁদের অবদান ছাড়া একটি জ্ঞাননির্ভর ও ন্যায়ের সমাজ কল্পনাও করা যায় না।

প্রধান অতিথি মোহাম্মাদ শফিউল আলম তাঁর বক্তব্যে বলেন,“জামায়াত ক্ষমতায় এলে শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা খাতে দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন,“কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও সততার মাধ্যমে দেশকে আলোকিত করা সম্ভব। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তাঁরা জাতির মানসিকতা ও নৈতিক ভিত্তি নির্মাণ করেন।”

মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ একে একে তাঁদের বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। তাঁরা বলেন—শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যুগোপযোগীভাবে বৃদ্ধি করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে; শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও পক্ষপাতিত্ব থেকে মুক্ত রাখতে হবে; শিক্ষকদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা করতে হবে।

শিক্ষক সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, জামায়াত ইসলাম ক্ষমতায় এলে শিক্ষা খাতে সার্বিক সংস্কার ও শিক্ষকদের কল্যাণে বাস্তবসম্মত নীতি গ্রহণ করবে। সভা শেষে দেশ, জাতি ও শিক্ষা অঙ্গনের উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট