
পটিয়া ক্লাবের হলরুমে ক্লাবের জৈষ্ঠ্য সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিক আহমদ এর স্মরণ সভা ২৫ অক্টোবর বিকাল ৪:০০ টায় বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান,আবুল ফজল, সামশুল আলম নূর মোহাম্মদ, জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর আসর কেন্দ্রীয় সদস্য আবুল ফজল বাবুল, আবচার চৌধুরী, কামরুল হাসান, রফিক আহমদ’র সুযোগ্য সন্তান মোজাম্মেল হক এরশাদ সহ স্হানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা নেয়া,অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা জীবন যাপন আচার-আচরণে পরিশীলিতভাবে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন পটিয়ার বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ। এছাড়াও তিনিঁ ছিলেন পটিয়া ক্লাবের জৈষ্ঠ্য সদস্য। ৬৮-৬৯ সেশনে স্যার আশুতোষ কলেজ হোষ্টেল নিয়ন্ত্রক। পরিতাপের বিষয় রাষ্ট্রের অফিসিয়াল স্বীকৃতি থেকে বঞ্চিত হয়ে চলে গেলেন না ফেরার দেশে! একজন মুক্তিকামী বীরের জন্য একটি স্বাধীন দেশে এরকম আচারণ খুবই হতাশা জনক বলে মনে করেন শোক সভায় উপস্থিত বক্তারা এবং মুক্তিযোদ্ধা রফিক আহমদকে একজন বীর মুক্তিযুদ্ধার অফিসিয়াল স্বীকৃতি প্রদান করে ১৯৭১ সালের বিজয়কে সমুন্নত রাখার দাবী জানান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মুক্তিযোদ্ধা রফিক আহমদক তাই একজন মুক্তিযুদ্ধা হিসেবে তাঁর অফিসিয়াল স্বীকৃতি তারঁ হক তথা অধিকার।
Leave a Reply