
বাংলাদেশের গ্রুপ থিয়েটার চর্চার অন্যতম নাট্যদল চট্টল থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে দলের সদস্য এবং শুভানুধ্যায়ীদের নিয়ে চট্টল থিয়েটারের দলপ্রধান নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা, সুধী সম্মিলনী ও নাট্যাভিনয় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাট্যকর্মী নাজিম উদ্দিন মিন্টু, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম, অভিজিৎ নাথ জুয়েল প্রমুখ,। সভায় নাট্যজন শেখ শওকত ইকবাল বলেন, নাট্যকর্মীদের নাট্যচর্চার মধ্যে দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে হবে এবং মানুষের মধ্যে দেশপ্রেম উজ্জীবিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মাটি ও মানুষের কল্যাণে নাট্যকর্মীদের নিবেদিত হয়ে সবার জন্য বাসযোগ্য সমাজ গড়ে তুলতে হবে। চট্টল থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান অনন্য থিয়েটারের সুচরিত চৌধুরী টিংকু, আসর নাট্য সম্প্রদায়ের শাহ তামরাজ উল আলম, থিয়েটার স্লোগানের লালন দাশ, বীজন নাট্য গোষ্ঠীর মোশাররফ ভূঁইয়া পলাশ, নাট্যকর্মী মুজিবুর রহমান, মোমেনা আক্তার লাইজু, বাপ্পি হায়দার, নাসিমা আক্তার রক্সি, ওবাইদুল ইসলাম লাভলু, ইন্তিরা জাহান, সাইকা পুস্পা, জ্যোতি শর্মা, রিয়াজ উল কবির প্রমুখ। সবশেষে থিয়েটারের নাট্যকর্মীরা দলের বিভিন্ন নাটকের অংশ বিশেষ পাঠ করেন।
Leave a Reply