
আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হজ ও ওমরা পালনে আগ্রহী মুসল্লিদের সঠিক দিকনির্দেশনা, নিরাপদ যাত্রা নিশ্চিতকরণ এবং সার্বিক সেবা আরও সুসংগঠিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্টেপ হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলস-এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাঘাইছড়ি স্টেপ হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ হাবিব উল্লা’র সঞ্চালনায় খাগড়াছড়ি স্টেপ হজ্ব কাফেলা এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মর্ডান ট্রাভেলস এন্ড হজ্ব সার্ভিসের চেয়ারম্যান আলহাজ্ব এ এস এম মিরাজ উদ্দিন।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বাঘাইছড়ি পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপি সভাপতি হাজী নিজাম উদ্দিন (বাবু),উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা কবির আহমেদ,উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবি, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি,বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে হজ ও ওমরা পালনকারীদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে করণীয় বিষয়সমূহ তুলে ধরেন। তিনি বলেন, “বিদেশ যাত্রা ও ধর্মীয় ইবাদত পালনের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত হজযাত্রীদের সঠিক সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এসময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন মানসম্পন্ন সেবার দিকও তুলে ধরেন।
হজযাত্রীদের জন্য প্রদেয় সেবাসমূহ—পাসপোর্ট প্রসেসিং-এ সম্পূর্ণ সহায়তা,হজ ও ওমরার ভিসা প্রসেসিং,বাংলাদেশ বিমানে চট্টগ্রাম/ঢাকা থেকে যাওয়া-আসার ব্যবস্থা,হোটেল বুকিং ও মক্কা-মদিনায় শীতাতপ নিয়ন্ত্রিত রুম,সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের নিশ্চয়তা,অভিজ্ঞ মোয়াল্লেমের মাধ্যমে হজ ও ওমরা পালন সহযোগিতা,মক্কা-মদিনার ঐতিহাসিক স্থানসমূহে জিয়ারত ব্যবস্থা,হজ গাইড প্রদান,ট্রাভেল ব্যাগ, পাথরের থলে ও মহিলা যাত্রীদের জন্য হিজাব প্রদান,সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা,টিকিট সংরক্ষণ, সেবা ম্যানপাওয়ার ও ট্রাভেলস সার্ভিসের আধুনিকায়ন,যথাযথ গাইডলাইন, প্রশিক্ষণ ও নিরাপদ যাত্রার নিশ্চয়তা।
বক্তারা বলেন, তথ্যের ঘাটতি ও অভিজ্ঞতার অভাবে অনেক হজযাত্রী বিপাকে পড়েন। তাই এ ধরনের উদ্যোগ হজযাত্রীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।
মতবিনিময় সভায় ইমাম, আগ্রহী হজযাত্রী, ট্রাভেলস এজেন্সির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উদ্যোগটিকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সভা আয়োজনের আহ্বান জানান।
Leave a Reply