
নিজস্ব প্রতিবেদক: নয়ন হাসান
বাণীগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব জাকির হোসেন (কন্ট্রা) ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী মোহাম্মদ কাউছার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাউছার হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে মানুষ যে ক্ষতির সম্মুখীন হয় তা শুধু আর্থিক নয়, মানসিকভাবেও গভীর। আমরা চাই, এই পরিবারগুলো যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পায়। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আলহাজ্ব জাকির হোসেন (কন্ট্রা) ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, “এমন উদ্যোগ সমাজে সহানুভূতি ও একতার বন্ধনকে আরও শক্তিশালী করে।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ঘটনার পর আমরা একদম নিঃস্ব হয়ে পড়েছিলাম। ফাউন্ডেশনের এই সহায়তা আমাদের জীবনে নতুন আশার আলো জ্বেলেছে।”
এ সময় স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে সহায়তা বিতরণ অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানের শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দোয়া পরিচালনা করা হয়।
বাণীগ্রাম ৯ নং ওয়ার্ডে সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতের অন্ধকারে মুহূর্তের মধ্যে ৯টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
Leave a Reply