
নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
বোয়ালখালী পৌরসদরের তুলতলা এলাকায় রেল লাইনের উপরে বসেছে বাজার। চলছিলো কেনাবেচা। প্রতি রবিবার ও বৃহস্পতিবার বাজারটি বসে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকেও জমজমাট ছিলো বাজার। তুলাতল ক্রসিং দিয়ে পারাপার হচ্ছিল যানবাহন। এরই মধ্যে সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন। তবে অল্পের জন্য রক্ষা পায় শতশত মানুষের প্রাণ।
এনিয়ে ক্ষুদ্ধ মানুষজন বলছেন রেলওয়ের লোকজনের গাফিলতিতে আজ অনেক মানুষের প্রাণহানি হতো।
সিএনজি চালিত অটোরিকশা করে রেলক্রসিং দিয়ে তখন পার হচ্ছিলেন সংগীত শিল্পী জুসি বড়ুয়া। তিনি বলেন আমাদের গাড়িটি রেল লাইনের উপরে যাবে এমন সময় সামনে দিয়ে ট্রেন ছুটে গেল। একটু ঊনিশ বিশ হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো। বাজারেও ছিলো প্রচুর লোক।
জুসি অভিযোগ করে বলেন, ট্রেন আসার আগে ফেলা হয়নি রেল গেইটের ব্যারিকেড, উন্মুক্ত ছিলো যান চলাচল। ট্রেনটির আলোও দেখা যায়। দেয়নি সাইরেন।
এবিষয়ে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
তুলাতল রেল গেটের দায়িত্বরত গেটম্যান সিরাজুল ইসলাম বলেন, প্রতিদিন ট্রেন আসার আগে মোবাইল গ্রুপে মেসেজ আসে। সন্ধ্যায় নেটওয়ার্কের সমস্যার কারণে মেসেজটি দেরি পাই। ফলে এ সমস্যা হয়েছে।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার মো.শরীফ বলেন, এবিষয়ে জুসি বড়ুয়া নামের একজন লিখিত অভিযোগ দিয়েছেন। তা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেনটি দোহাজারীতে ফার্নেস অয়েল খালাস করে চট্টগ্রাম ফিরছিলো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহমত উল্লাহ বলেন,এ বিষয়ে ইতিমধ্যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক অবহিত করা হয়েছে।
Leave a Reply