
মোহাম্মদ আলবিন, আনোয়ারা
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা বিএনপির নেতা আবু মোহাম্মদ নিপার চৌধুরী বলেছেন, বাংলাদেশপন্থী দল জাতীয়তাবাদী দল বিএনপি। এই সংগঠনের প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনোয়ারা উপজেলার এই কৈখাইন গ্রামে এসে গ্রাম আদালত প্রতিষ্ঠতা করেছেন। আমরা সেই শহীদ জিয়ার বিএনপির রাজনীতি করি। আমার এই রাজনীতি একমাত্র মানুষের সেবার জন্য। অতীতেও এই গ্রামে এসে মানুষের পাশে দাড়িয়েছি। এই আনোয়ারার মানুষের সেবাই আসার মুখ্য বিষয়।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন আজিজিয়া এশাতুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত হয়ে মুসল্লীর উদ্দেশ্য এসব কথা বলেন। নামাজ শেষে তিনি স্থানীয়দের সাথে গণসংযোগ করেন। পরে মাদ্রাসা পরিচালকের হাতে অনুদান তুলে দেন।
তিনি আরো বলেন, খৈকাইন গ্রামে অতীতে আমি নিজ অর্থায়নে মাদ্রাসা করে দিয়েছি, মসজিদ নির্মাণ করেছি। খৎনা সেন্টার করে গরীব অসহায় পরিবারের শিশুদের বিনামূল্যে খৎনা করেছি। ইনশাআল্লাহ আগামীতে মানুষের সেবক হতে চাই। যদি সেবার করার সুযোগ পাই এই আনোয়ারাবাসীর আমানত আমার কাছে কোনদিন খেয়নত হবে না।
পরে হাইলধর ইউনিয়নের গুজরা সরফরাজ খান সড়কের উদ্বোধন করেন। তিনি স্থানীয়দের সাথে কুশলবিনিময় করেন। এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply