নিজস্ব প্রতিবেদকঃ
মীরসরাই থানার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুয়ারু গ্রামে গতকাল আনুমানিক সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় ফয়সাল (৩৪) নামের এক প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা।
আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় মস্তাননগর হাসপাতালে পরে অবস্থা আরো অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে।
প্রবাসী ফয়সাল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য রবিউল হোসেন সাইফুলের ছোট ভাই।
এই বিষয়ে রবিউল জানায় আমার ভাই গত ৮/১০দিন আগে প্রবাস থেকে দেশে এসেছে।
গতকাল সন্ধ্যা ৬.০০ ঘটিকার দিকে আমাদের গ্রামের দোকানের সামনে গেলে হঠাৎ সংঙ্গবদ্ধ স্বসস্ত্র সন্ত্রাসী ৮/১০জন আমার ভাইয়ের উপর ঝাপিয়ে পড়ে এলোপাথাড়ি ভাবে ক্রিজ, চাইনিজ কুরাল সহ ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আহত করে।
পরে এলাকাবাসী দের সহযোগীতায় আমার ভাইকে মস্তাননগর থেকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এসে ভর্তি করে।
বর্তমানে অবস্থা আশঙ্খা জনক, এই বিষয়ে এলাকার স্থানীয় মেম্বার নুর উদ্দিন জানায় আমি ঘটনাটা শুনেছি। তবে আমি দুরে থাকায় দেখতে পারিনি।
আমি তাদের কে জানিয়েছি তাকে দ্রুত চিকিৎসা করে নিয়ে আসেন এবং আইনি প্রকৃয়াভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন যতটুকু সম্ভব আমি সহযোগিতা করবো।
এই বিষয়ে প্রবাসী ফয়সালের স্ত্রী জানায় তার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নহে এবং যারা এমন নির্মম জঘন্য, বর্বর হামলা চালিয়েছে আমি তাদের কঠোর বিচার চাই।
আহত প্রবাসী ফয়সালের মা সাজিয়া বেগম জানায় আমার নিরপরাধ, ছেলেকে যারা নির্মম ভাবে হত্যার উদ্দেশ্যে এই জঘন্য কাজ ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, আমি তাদের কঠোর বিচার দাবী করছি।
এর আগেও কয়েক দফায় আমার বাড়ীতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, লুটিয়ে নিয়ে গেছে একটি গরু ও নগদ অর্থ।
এলাকার স্থানীয়রা জানায় ঘটনা টা চিহ্নিত সন্ত্রাসী ও পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
আবার কেউ কেউ দাবি করছে তার বড় ভাই বিএনপির রাজনীতি করে এবং বড় ভাই না পেয়ে হয়তো তার উপরে হামলা চালায়।
Leave a Reply